আসুন আমরা আমাদের সন্তানদের বাংলায় কথা বলতে শেখাই
আমরা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছি তা বিশ্বব্যাপী অনন্য ইতিহাস হয়ে রয়েছে। বাংলাভাষা আমাদের মাতৃভাষা। মাতৃভাষার প্রতি সব জাতিরই গভীর ভালোবাসা বিদ্যমান। মায়ের প্রতি ভালোবাসার মতোই মাতৃভাষার জন্য ভালোবাসা সবারই থাকে। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিসংগ্রামে আমাদের ভাষা আন্দোলনের ভূমিকা এক গুরুত্বপূর্ণ অধ্যায় ও মাইলফলক হয়ে আছে। আমাদের মুক্তিসংগ্রামের বীজ নিহীত রয়েছে ভাষা আন্দোলনের মাঝেই।
২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে, বাঙ্গালী জাতি হিসাবে এটা আমাদের অনেক গর্বের ও অহংকারের। গভীর শ্রদ্ধা জানাই সব বীরদেও যাদের রক্তের বিনিময়ে আজ আমরা নিজের মাতৃভাষায় কথা বলতে পারছি। জেনেসিস সেন্টারে আমাদের বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি এর এই অনুষ্ঠানে সকল অভিভাবকদের প্রতি আহ্ববান জানাই- আসুন আমরা আমাদের সন্তানদের বাংলায় কথা বলতে শেখাই।
মোঃ রশিদ রিপন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি