প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশের ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বুধবার বাফুফের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সভা শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘বাফুফের ডিএফএ মনিটরিং কমিটি ৩৫টি ডিএফএর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছিল। এগুলোর মধ্যে ২৯টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেগুলোর নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই ২৯ ডিএফএ’র অ্যাডহক কমিটি গঠন করা হবে।’
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ ডিসেম্বর ২০২৪ /এমএম