Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব। গত রবিবার (১১ আগস্ট) থেকেই অফিস করছেন তিনি। ইতোমধ্যেই ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যা থেকে বিরত থাকতে বললেন আসিফ মাহমুদ।

বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের ফেসবুক পেজে আসিফ মাহমুদ এই বিষয়ে পরিষ্কার করে বলেন, ‘ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরী করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।’

সমন্বয়ক পরিচয়ে কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে সেই আয়োজন শঙ্কার মুখে পড়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখন পর্যন্ত এই বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আশাবাদী। প্রয়োজনে তিনি জাতিসংঘের সাহায্য নিতে চান।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ আগস্ট ২০২৪ /এমএম