Menu

বিশাল ব্যবধানে জয় পেলেন সালমারা

বাংলানিউজসিএ ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সালমারা। ৮১ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন বাংলাদেশ দল।এআগে টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে ৫১ রান সংগ্রহ করেন স্বাগতিকরা। জবাবে ৬.৩ ওভারে বিনা উইকেটে জয় ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

ডাচ নারী দলের হয়ে ওপেনার স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ১৯ রান সংগ্রহ করেন। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস দেয়া রান তাড়া করতে নেমে সহজেই জয়ের স্বাদ গ্রহণ করেন সালমারা। দলের হয়ে সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। তাদের ব্যাটে ভর করে ৬.৩ ওভারে বিনা উইকেটে ৫৩ রান করে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন ২টি করে উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে সালমা খাতুন ও জাহানারা আলম ১টি করে উইকেট তুলে নেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ আগস্ট ২০১৯ / এমএম


Array