বাংলানিউজসিএ ডেস্ক :: প্রথম ম্যাচ হার দিয়ে মৌসুম শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসকে ৫-২ গোলে উড়িয়ে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা। আরনেস্তো ভালভার্দের দল বেশ দারুণ জয় পান।চোটের কারণে এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে। তবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা।
নিজেদের মাঠে শুরু থেকে বেতিসকে চেপে ধরে বার্সা। অবশ্য ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় বেতিস। কোনাকুনি শটে গোল করেন নাবিল ফেকির। কিন্তু পিছিয়ে পড়েনি বার্সা। একের পর এক আক্রমণ করেই যায়। অবশেষে ৪১তম মিনিটে প্রথম গোল করে সমতায় ফেরে। এই গোলটি আসে গ্রিজম্যানের কাছ থেকে।
দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বার্সেলোনা। এর মধ্যে ৫০তম মিনিটে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে আবারও গোল করেন গ্রিজম্যান। ৫৬তম মিনিটে প্লেসিং শটে ব্যবধান বাড়ান পেরেজ। আর চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ আগস্ট ২০১৯ / এমএম





