আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার স্থানীয় সময় সোমবার মন্টিয়েলের একটি রেষ্টুরেন্টে কানাডা বিএনপির সাবেক নেরতৃবৃন্দ ও কুইবেক প্রদেশিক শাখার উদ্দোগে এক মতবিনময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টাতা সভাপতি দেওয়ান এ বি এম আব্দুর রাজ্জাক রাজু,সভা পরিচালনা করেন সাবেক তিনবারের সহসভাপতি মারিফুর রহমান মারুফ।
সভায় দেশমাতা মাদার অফ ড্যামকেরসি,দেশনেত্রী ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও ভারপাপ্ত চেয়ারপারসন মজলুম জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সভায় কানাডা বিএনপির তিনবারের সাবেক সফল সভাপতি জননেতা ফয়সল চৌধুরীকে কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় অভিনন্দন জানানো হয়।
সভায় বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল চৌধুরী আগামী ২৮শে অক্টোম্বর বাংলাদশের বীর জনতাকে দেশনায়ক তারেক রহমনের আহব্বানে দেশ বাঁচানোর আন্দলোনে যোগ দিয়ে অবৈধ দখলদার হাসিনা সরকারকে উৎখাতে শামিল হওয়ার আহব্বান জানান।সভায় ভ্যারচুয়েলী প্রদান অতিথি ছিলেন কেন্দীয় আন্তরজাতিক সম্পাদক ,উত্তর-দক্ষিন ইউরোপের সমন্নায়ক জনাব আনোয়ার হোসেন খোকন ও আলবার্টা বিএনপির সভাপতি জাহিদ খান।সভার শুরুতে স্বাগত স্বাগত বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান ও দোয়া পরিচালনা করেন কুইবেক বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক মুহিম আহমেদ।
সভায় আরও বক্তব্য রাখেন ডঃ আবিদ বাহার,কানাডা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ খান নান্টু,আরমান মিয়া মাষ্টার,আব্দুর রহিম, কুইবেক বিএনপির সাধারন সম্পাদক জাহাংগির আলম,সহ সভাপতি শাহাজান হাওলাদার শামীম,নওশাদ উল্লাহ,জোবায়ের আহমেদ,মোহাম্মদ আলী জিন্নাহ,যুগ্ন সম্পাদক নাসিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ,জাসাস সভাপতি সিরাজুল ইসলাম মিজি,আবদুল ওয়াদুধ রোকন,শহীদ ভুইয়া,সুজা চৌধুরী,মাকসুদ আহমেদ,যুবনেতা আব্দুল আজিজ,শিপলু আহমেদ,রাশেল আহমেদ প্রমুখ ।
বক্তারা অত্যান্ত আবেগ ও ভালবাসার সাথে সাবেক সভাপতির স্মৃতি চারণ করে আগামি দিনে ফ্যাশিষ্ট হাসিনা বিরোধী অন্দোলন জোরদার করার প্রত্যয় ঘোষনা করে বলেন ১/১১ থেকে আজ পর্যন্ত অবিচল ভাবে ফয়সল চৌধুরীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি, যাব ইনশাল্লাহ ।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ অক্টোবর ২০২৩ /এমএম









