প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: না হলো না। ব্যাটার আর বোলারদের ব্যর্থতায় ইংলিশ পরীক্ষায় পাস করতে পারলো না বাংলাদেশ। প্রথমে ইংলিশ ব্যাটাররা বাংলাদেশের বোলারদের ওপর তান্ডব চালিয়েছে, এরপর বাংলাদেশি ব্যাটারদের ওপর তান্ডব চালালো ইংলিশ বোলাররা। কেউ যেনো কারো থেকে কম যায়না।বোলার আর ব্যাটারদের ব্যর্থতাই তাই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের মুখ দেখলো বাংলাদেশ। ইংল্যান্ডের দেওযা ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৭ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ। যার ফলে ইংল্যান্ড পেয়েছে ১৩৭ রানের বিশাল জয়।
ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৯ রানেই তিন উইকেট হারিয়ে খাদের কিনারে দাড়িয়ে যায় বাংলাদেশ।আজ গুনে গুনে বাংলাদেশের প্রথম তিন উইকেটই নেন ইংল্যান্ডের একাদশে জায়গা পাওয়া পেসার রিস টপলি। এবার তার সঙ্গে উইকেট তোলার কাজে নাম লেখাল ক্রিস ওকস। এই দুই বোলারে রীতিমতো ধসে গেছে বাংলাদেশের টপঅর্ডার।
দলের এমন পরিস্থিতিতে আজকের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান লিটন-মুশফিক দলের হাল ধরার চেষ্টা করেন কিন্তু তারা সফল হতে পারেননি। শেষ মেষ বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার রানেই থামেই বাংলাদেশর ইনিংস। যার ফরে রানের বিশাল জয় পায় ইংলিশরা।বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ তামিম।
দুই বলে ১ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ে মাত্র ১৪ রানেই ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি।তামিমের বিদায়ের পরেই শূন্য রান করে ফিরে যান আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত।দলের বিপদের অধিনায়ক সাকিবও ফিরে যান মাত্র ১ রান করে। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন লিটনন দাস।
কিন্তু ৭ বলে ৮ রান করে মিরাজে সাজঘরে ফিরে গেলে ভেঙে যায় জুটি। মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।একপ্রান্তে যখন ব্যাটারদের আসা যাওযার মিছিল, তখন অন্য প্রান্ত আগলে রেখেছিলেন প্রথম ম্যাচে রান না পাওয়া লিটন দাস। চার উইকেট পড়ে যাওযার পর মুশফিককে সঙ্গে নিয়ে লড়তে থাকেন তিনি।লিটন-মুশফিক জুটি সবাইকে আশার আলো দেখাচ্ছিল। এর মাঝেই মাত্র ৩৮ বলে ব্যক্তিগত অর্ধ শতক তুলে নেন লিটন। কিন্তু এই জুটিও বেশি সময় থাকতে পারেনি।
৬৬ বলে ৭৬ রান করে ফিরে যান লিটন। ভেঙে যায় লিটন-মুশফিক জুটি। লিটনের বিদায়ের পর তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি বাধেন মুশফিক। তুলে নেন ব্যক্তিগত অর্ধ শতক। ৬১ বলে ৫০ করেন তিনি। তবে হাফ সেঞ্চুরি করার পরেই প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। ৬৪ বলে ৫১ বলে ফিরে যান তিনি। তার বিদায়ে দলীয় ১৬৪ রানেই ৬ উইকেট হারাল বাংলাদেশ।মুশফিকের বিদায়ের পর মেহেদী হাসানকে নিয়ে জুটি বাঁধেন তাওহীদ হৃদয়। এই জুটি থেকে আসে ৪৯ বলে ২৫ রান। কিন্তু দলীয় ১৮৯ রানে হৃদয় ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ৬১ বলে ৩৯ রান করেন তাওহীদ হৃদয়।
তাওহীদ হৃদয়ের বিদায়ের পর মেহেদী হাসান, তাসকিন, শরিফুল আর মোস্তাফিজ খুব বেশি রান স্কোরবোর্ডে জমা করতে পারেননি। যার ফলে ২২৭ রানেই অল আউট হয় বাংলাদেশ। আর ১৩৭ রানের বিশাল জয় পায় ইংলিশরা। রিস টপলি একাই নেন ৪ উইকেট।
এর আগে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন ইংলিশ ব্যাটাররা।ওপেনার ডেভিড মালান ইতোমধ্যে তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। ৯১ বলে সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে আজ ৩২ ওভার ১ বলেই দলীয় রান ২০০ করেছে ইংলিশরা।ইংল্যান্ডের হয়ে আজ ওপেনিংয়ে নামেন জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান।
এই জুটি শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন। দলীয় রান ১০০ পার করেন এই জুটি।অবশেষে এই দুই ওপেনারের জুটি ভাঙেন সাকিব আল হাসান। অর্ধ শতক পূর্ণ করা জনি বেয়ারস্টোকে ফেরালেন তিনি।জনি বেয়ারস্টোর বিদায়ের ফলে দলীয় ১১৫ রানে ভাঙে ইংলিশদের ওপেনিং জুটি।খেলার শুরু থেকেই এই দুই ওপেনার বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন। পেস কিংবা স্পিন কোনো কিছু দিয়েই এই দুই ওপেনারকে থামানো যায়নি।
এই দুই ওপেনার তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত অর্ধ শতক। ডেভিড মালান মাত্র ৩৯ বলেই পূরণ করেন অর্ধ শতক। যার মধ্যে রয়েছে ৭ টি চারের মার ও দুইটি ছয়ের মার।অন্যদিকে জনি বেয়ারস্টো নিজের অর্ধ শতক তুলে নেন ৫৪ বলে।এই দুই ওপেনারের বিধ্বংসি ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভার ৩ বল খেলেই দলীয় শতক পূর্ণ করে ইংলিশরা। শঙ্কা জাগে বাংলাদেশের আজ রান পাহাড়ে চাপা পরার।কিন্তু বাংলাদেশ দলের ত্রাণকর্তা সাকিব ১১৫ রানে ভাঙলেন এই জুটি।দলীয় ১১৫ রানে প্রথম উইকেট হারানোর পর জো রুটকে সঙ্গে নিয়ে আবারও তান্ডব শুরু করেন ডেভিড মালান।
এরমধ্যেই তিনি তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। ৯১ বলে ১০০ করেন তিনি। যার মধ্যে রয়েছে ১২ টি চারের মার ও দুইটি ছয়ের মার।কম যান না জোর রুটও। ৪৪ বলে তিনিও তুলে নিয়ে ব্যক্তিগত অর্ধ শতক।দলীয় ২৬৬ রানে মালানকে ফেরান শেখ মেহেদী। ১০৭ বলে ১৪০ রান করেন তিনি।এরপর ১০ বলে ২০ রান করা জস বাটলারকে ফেরান পেসার শরিফুল ইসলাম।এরপর জো রুট দলের সংগ্রহ আরও বাড়াচ্ছিলেন। অবশেষে ৬৮ বলে ৮২ রান করে শরিফুলের শিকার হয়ে ফিরে যান তিনি। দলের সংগ্রহ তখন ৩০৭।এরপর নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংলিশরা। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ৪ টি, শরিফুল ইসলাম ৩ টি সাকিব একটি ও তাসকিন আহমেদ একটি উইকেট নেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ অক্টোবর ২০২৩ /এমএম





