Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর চলছে। রোববার টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে এবারের বিশ্বকাপের আয়োজক ভারত।চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯৯ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতে ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দলের কঠিন বিপদে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এদিন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে দৌড়ে মাঠে ঢুকে বিরাট কোহলির পাশে গিয়ে দাঁড়ান ড্যানিয়েল জার্ভিস।‘জার্ভো’ মাঠে ঢুকে কোহলির কাছাকাছি যাওয়ার সাথে সাথে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের বাকি সব ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে।

আইসিসির এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা এই ধরনের ঘটনা যেকোনও মূল্যে ঠেকাতে চাই। এটা নিয়ে আমরা গুরুত্বের সাথে কাজ করছি।’জার্ভিস একের পর এক মাঠে ঢোকার মতো ঘটনা ঘটিয়ে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। বিভিন্ন সময়ে তিনি মাঠে ঢুকে ইউটিউবে সেই ভিডিও দিয়ে লিখেছেন, ‘সাকসেস’।

জার্ভিসের ইউটিউব চ্যানেলে ১ লাখ ৮০ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে। সেখানে তিনি বিভিন্ন খেলায় মাঠে ঢুকে পড়ার ভিডিও আপলোড করেছেন।শুধু ক্রিকেট না, আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের খেলাতেও তিনি মাঠে ঢুকে পড়েছিলেন।২০২১ সালে ইংল্যান্ড-ভারতের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে জার্ভো নামধারী এই ব্যক্তি মাঠে ঢুকে জনি বেয়ারস্টোর দিকে তেড়ে যান, সেই ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৯ অক্টোবর ২০২৩ /এমএম


Array