প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাকিস্তানের কাছে পাত্তাই পেল না স্বাগতিক শ্রীলংকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে লঙ্কানদের ইনিংস এবং ২২২ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল সফররত পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে দুই ইনিংসে যথাক্রমে ১৬৬ ও ১৮৮ রান তুলে লঙ্কানরা।
পাকিস্তানের নেয়া বড় লিডের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল শ্রীলংকার। ওপেনিং জুটিতে আসে ৬৯ রান। ৭২ বলে ৩৩ রান করেন নিশান মধুস্কা। আরেক ওপেনার দিমুথ করুনারত্নের ব্যাট থেকে আসে ৬১ বলে ৪১ রান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৪ রান করেন কুশল মেন্ডিস।
এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। একের পর এক লঙ্কান ব্যাটারকে সাজঘরে পাঠান পাকিস্তানি স্পিনার নোমান আলি। শ্রীলঙ্কার শেষ ছয়জন ব্যাটারের মধ্যে দুই অঙ্কোর ঘর স্পর্শ করেছেন কেবল দুজন। আর সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুস।পাকিস্তানের হয়ে বল হাতে ৭০ রানে সর্বোচ্চ ৭ উইকেট নেন নোমান। বাকি তিনটি নিয়েছেন নাসিম শাহ। আব্দুল্লাহ শফিক ম্যাচসেরা এবং আঘা সালমান সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৭ জুন ২০২৩ /এমএম





