Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতের ম্যাচে লেন্সের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে পিএসজি। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল ফরাসি জায়ান্টরা। এদিন পিএসজির পক্ষে একটি করে গোল করেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও ভিটিনহা। লেন্সের একমাত্র গোলটি ফ্রাঙ্কোস্কির।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেন্স পিএসজির থেকে ছয় পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করেছিল। ১৯তম মিনিটে মরোক্কান তারকা আশরাফ হাকিমিকে বিপদজনক ভাবে ট্যাকেলের অপরাধে ঘানা মিডফিল্ডার সালিম আব্দুল সামেদকে লাল কার্ড দেখানো হলে বাকি সময়টা লেন্সকে ১০ জন নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে।

আর ঐ ঘটনাই পুরো ম্যাচের চিত্র পাল্টে দেয়। বিরতির আগে ১০ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পে, ভিটিনহা ও মেসির গোলে বড় লিড পায় স্বাগতিকরা। ৬০ মিনিটে পেনাল্টি স্পট থেকে লেন্সের পক্ষে এক গোল পরিশোধ করেন প্রিজিমিস্ল ফ্রাঙ্কোস্কি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ এপ্রিল ২০২৩ /এমএম

 

 


Array