প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নানা জল্পনা-কল্পনার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো যোগ দিলেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে লিটনের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি।
আজ দলের সঙ্গে যোগ দিলেও গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে নামা হয়নি লিটনের। তবে লিটনের আগমনের দিনে নাটকীয় জয় পেয়েছে কলকাতা। শেষ ওভারে রিংকু সিংয়ের পাঁচ বলে পাঁচ ছক্কায় তিন উইকেটে জয় পায় শাহরুখ খানের দলটি।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের যুক্তরাজ্য সফরের জন্য দলে যোগ দিতে পহেলা মে দেশে ফিরতে হবে লিটনকে। আর পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ এপ্রিল ২০২৩ /এমএম





