প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মাত্র শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হতে বেশ কিছুদিন দেরিও রয়েছে। তাই সময় পেয়েই পবিত্র ওমরাহ হজ পালন করার উদ্দেশে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন দুই টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে ছবি পোস্ট করেছেন দুজনই। নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক ক্যাপশনে সমর্থকদের সালাম জানান। আর সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করে রিয়াদ ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন।
পবিত্র ওমরা পালন শেষে ঠিক কবে নাগাদা দেশে ফিরবেন, তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি কিংবা তারাও জানাননি। তবে যেহেতু আগামী মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে, তাই অনুশীলনের কথা মাথা রেখে আগে-ভাগেই ফিরে আসবেন রিয়াল-মুশফিক।প্রসঙ্গত, কদিন আগেই ওমরাহ পালন করে এসেছেন তাসকিন আহমেদ। তার আগে গিয়েছিলেন সাকিব আল হাসান। এছাড়া পরিবারসহ সৌদি অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজও।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





