প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘মেরি আশিকি অব তুম হি হো…’। কানে কানে পরস্পরকে এই কথাটা বহুদিন আগেই বলে দিয়েছিলেন। যদিও এই প্রেম কাহিনি খুব একটা জানাজানি হয়নি এতদিন।প্রেম সবাইকে না জানিয়ে করলেও বিয়েটা করেছেন ধুমধাম করে। কথা হচ্ছে— সুরকার মিথুন ও গায়িকা পলক মুচ্ছলকে নিয়ে।রোববার সাত পাকে বাঁধা পড়েছেন ‘আশিকি ২’-এর জনপ্রিয় এই জুটি। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করেছেন তারা। এবার এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ নভেম্বর ২০২২ /এমএম
Array





