প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্রয়ের রাতে ঘোষণা করা হয়েছে উয়েফা বর্ষসেরা ফুটবলারের নাম। সেখানে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও রিয়াল সতীর্থ থিবাউট কোর্তোয়াকে পেছনে ফেলে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন করিম বেনজেমা। একই সঙ্গে সেরা কোচের পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা-লিগায় শিরোপা নিশ্চিত করার পর চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়েও। স্প্যানিশ সুপার কাপও জিতে নেয় রিয়াল মাদ্রিদ। আর ফ্রান্সকে জিতিয়েছেন উয়েফা নেশন্স কাপ। পুরো মৌসুমে মোট ৪৮টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন তিনি।
বেনজেমার জাদুকরী পারফরম্যান্সের কারণে ভোটিং পাত্তাই পাননি তার সঙ্গে মনোনয়ন পাওয়া ডি ব্রুইন ও কোর্তোয়া। করিম বেনজেমা পেয়েছেন মোট ৫২৩ পয়েন্ট। সেখানে মাত্র ১২২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে কেভিন ডি ব্রুইন। এদিকে ১১৮ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন থিবাউট কোর্তোয়া।এদিকে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। অন্যদিকে নারী ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতিয়া।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ আগস্ট ২০২২ /এমএম





