প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশের চলে এসেছে লঙ্কানরা। বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে লঙ্কান ক্রিকেটারদের বহনকারী বিমানটি। যদি ফ্লাইট দেরিতে ছাড়াই কিছুক্ষণ পরে পৌঁছেছে বিমানটি।বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান লঙ্কান ক্রিকেটাররা। আর সেখানেই হয় কোডিভ টেস্ট। নেগেটিভ এলেই পাবেন অনুশীলন করার সুযোগ। অবশ্য এই সিরিজে সুরক্ষা বলয়ে থাকা লাগছে না।
আসন্ন সিরিজে সুযোগ পাওয়া অধিকাংশ ক্রিকেটার ঢাকা এলেও দলের সঙ্গে আসেননি দলনেতা দিমুথ করুনারত্নে ও চামিকা করুনারত্নে। লঙ্কান দলনেতা কাউন্টিতে খেলছেন ইয়র্কশায়ারের জার্সিগায়ে। রবিবার ম্যাচ শেষ করে সোমবার ঢাকায় আসবেন তিনি। অন্যদিকে চামিকা করুনারত্নে ব্যস্ত রয়েছে আইপিএলে। একই দিনে ফিরবেন তিনিও।এদিকে করোনা টেস্টের নেগেটিভ ফলাফলের পর আগামী ৯ ও ১০ মে নিজেদের ঝালাই করে নেবেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর ১১ ও ১২ মে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল।উল্লেখ্য, এই সিরিজের খেলা শুরু হবে ১৫ মে। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২২ মে থেকে।
শ্রীলঙ্কা স্কোয়াড:
দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ মে ২০২২ /এমএম