
বাংলানিউজসিএ ডেস্ক :: ছুটি কাটিয়ে আগামীকাল রবিবার থেকে ফের অনুশীলনে মনোযোগী হচ্ছে বাংলাদেশ দল। বিরতিহীন অনুশীলন আর হাইভোল্টেজ ম্যাচ খেলার চাপ কাটিয়ে আফগানিস্তানের সঙ্গে খেলার পর চার-পাঁচদিনের বিরতি পায় টাইগাররা।
আজ শনিবার রাত পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ থাকলেও তামিম আর মোস্তাফিজসহ বেশির ভাগ ক্রিকেটার ফিরেছেন টিম হোটেলে। এর আগে, গত ২৫ জুন সাউদাম্পটন থেকে বাংলাদেশ দল বার্মিংহাম আসতেই ঘুরতে বেরিয়ে পড়েন সাকিব, তামিম, মোস্তাফিজ, লিটন, মোসাদ্দেকসহ আরও বেশ ক’জন।
জানা গেছে, ক্রিকেটারদের প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ছিলেন বাইরে। তাদের সঙ্গে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও লন্ডনে ঘুরতে যান। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও লন্ডন বেড়িয়েছেন। তবে ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদ হোটেল ছাড়েননি। তার ভায়রা মুশফিকুর রহিমও ছিলেন টিম হোটেলে।
এর আগে ২৫ জুন বার্মিংহামের হায়াত রিজেনসি হোটেলে উঠেছে টাইগাররা। একই হোটেলে গতকাল শুক্রবার উঠেছে ভারতীয় দল। টাইগারদের পরের ম্যাচের প্রতিপক্ষ কোহলি-ধোনিরাই। ২ জুলাই এর এই ম্যাচে বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততেই হবে ভারতের বিপক্ষে। অন্যথায় থেমে যাবে সেমিফাইনালের স্বপ্ন।
বাংলানিউজসিএ/ঢাকা / ২৯ জুন ২০১৯/ এম আর




