
বাংলানিউজসিএ ডেস্ক :: কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে গোলের বন্যায় ভাসিয়ে গ্রুপ সেরা ব্রাজিল। সব শঙ্কাকে জয় করে পেরুর বিপক্ষে ৫-০ গোলের জয় নিয়ে গ্রুপের সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে উঠলো দলটি।
শনিবার স্থানীয় সময় বিকেলে সাও পাওলোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। পেরুর জালে বল জড়িয়েছেন ক্যাসেমিরো, রবার্তো ফিরমিনো, এভারটন, দানি আলভেস ও উইলিয়ান।
ম্যাচের ১২ মিনিটে করিন্থিয়াস এরেনায় দলকে প্রথম গোল এনে দেন ক্যাসেমিরো। দলের জার্সি গায়ে দিয়ে এটিই প্রথম গোল তার। ১৯ মিনিটের মাথায় গোল ব্যবধান দ্বিগুণ করে ফিরমিনো। খেলার ৩২ মিনিটের মাথায় গোল দলকে আবারো এগিয়ে নেন এভারটন।
তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। ফিরে ৫৩ মিনিটের মাথায় গোল করে দলকে এবার এগিয়ে নেন অধিনায়ক দানি আলভেস। আর নির্ধারিত সময়ের শেষদিকে ৯০ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন উইলিয়ান।
পয়েন্ট টেবিলে ৩ ম্যাচে ২ জয় এবং ১ ড্রয়ে ব্রাজিলের মোট অর্জন ৭। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের ম্যাচ শেষে।
অন্যদিকে এই গ্রুপ থেকেই দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনিজুয়েলা। একই সময়ে শুরু হওয়া ম্যাচ টুর্নামেন্টে কোনো পয়েন্ট না পাওয়া বলিভিয়াকে ৩-১ গোলে হারায় দলটি। এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে দলটি। এছাড়াও এই গ্রুপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট তৃতীয় স্থানে অবস্থানে রয়েছে পেরু।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ জুন ২০১৯/ এমএম




