
বাংলানিউজসিএ ডেস্ক :: অস্ট্রেলিয়াকে সহজে ছেড়ে দেয়নি বাংলাদেশ। ৩৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়ে ৪৮ রানে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। তবু প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ। মুশফিক-সাকিবদের বন্দনায় মেতেছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। ব্যতিক্রম নন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টুইটারে বাংলাদেশ দলকে প্রশংসায় ভিজিয়েছেন তিনি। তার মতে, এমন হারেও গর্ব করতে পারে বাংলাদেশ।
টুইটবার্তায় হার্শা লেখেন, ‘উদ্দীপনাময় রান তাড়া করেছে টাইগাররা। আরও করতে হতো তাদের। তবে যা করেছে এজন্য গর্ব করতে পারে তারা। আসলে অস্ট্রেলিয়া একটু বেশি শক্তিশালী ছিল।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হারলেও দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছেন মুসফিক-সাকিবরা।
বৃহস্পতিবার নটিংহ্যামে প্রথমে ব্যাটিং করে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের লাগাম শক্ত করে ধরে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান তোলেন মাশরাফি বাহিনী।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ জুন ২০১৯/ এমএম




