পৃথিবীতে জাতিসংঘের সদস্য যতগুলো দেশ, তার চেয়ে বেশি সদস্য রয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায়। ফুটবলের আবেদন ও জনপ্রিয়তা বোঝাতে এই একটি তথ্যই যথেষ্ট। আর এই আবেগে জোয়ার তুলতে চার বছর পর আবার আসছে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ‘ফিফা বিশ্বকাপ’। ৮৮ বছরের ইতিহাসে এটা বিশ্বকাপের ২১তম আয়োজন, এবছরের ১৪ জুন যা শুরু হচ্ছে রাশিয়ায়। ৬ মার্চ শুরু হয়ে গেছে এই ফুটবল জ্বরে ভোগার ১০০ দিন গণনা। পাঠক চলুন এই উন্মাদনায় জেনে নিই দীর্ঘতম সময় ধরে বিশ্বকাপ মূলপর্বে খেলার রেকর্ড যাদের-
বিশ্বকাপ ফুটবলে এক আসর থেকে পরবর্তী আসরের মাঝে ব্যবধান থাকে ৪ বছরের। অনেক ফুটবলারেরই প্রথমবার বিশ্বকাপ খেলার পর চার বছর পরের আয়োজনে খেলার সৌভাগ্য হয়না। কিন্তু ইতিহাসে কয়েকজন এমন খেলোয়াড় আছেন যারা ১৬ বছর সময়ের ব্যাপ্তিকাল নিয়ে খেলেছেন বিশ্বকাপ। এই সময়ের সবগুলো আসরে যে তাদের অংশ নেয়া হয়েছে বিষয়টি এমনও নয়। কিন্তু ১৬ বছর সময়ের ব্যাপ্তি নিয়ে বিশ্বকাপ মূলপর্বে খেলে তারা নিজেদের নাম তুলে রেখেছেন রেকর্ডের পাতায়।