বাংলানিউজসিএ ডেস্ক :: রাজধানী শ্যামলীর একটি পেট্রোল পাম্পে লাগা আগুন মোকাবেলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রায় ১০টি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগীতার হাত বাড়িয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতি এবং অ্যাপভিত্তিক রাইড শেয়ার সার্ভিস ইজিয়ার।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের সদস্য আজিজুল হক রানা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সাহিল পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের সদস্য আজিজুল হক রানা বলেন, তেলবাহী গাড়ি থেকে আগুন লেগেছিল। পরে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, তেলের গাড়ি থেকে চুইয়ে পড়া আগুনে সিগারেটের পোড়া মাথা থেকে লেগে থাকতে পারে।
ইজিয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান ইমন বলেন, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে আছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতি; তারাও কাজ করছে। প্রায় ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল এই পরিস্থিতিতে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ জুন ২০১৯/ এমএম