
বাংলানিউজসিএ ডেস্ক :: উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ ভূমিতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য কনফারেন্স অন ইন্টার্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) অংশীদারদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি
মো. আবদুল হামিদ। তাজিকিস্তানের রাজধানী দুশানবের নাভরুজ প্রাসাদে গতকাল সিআইসিএর পঞ্চম সম্মেলনে ভাষণদানকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা কামনা করেন।
ভাষণে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। আমরা এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই। এজন্য তাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছি। তবে এতে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এ সংকট গোটা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ভয়ংকর গণহত্যা ও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার রোহিঙ্গা জনগণের জন্য বাংলাদেশ তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। জাতিগত নিধন ও সীমাহীন মানবিক বিপর্যয়ের এ ভয়াবহ ঘটনা টেক্সটবুক কেস হিসেবে স্থান পেয়েছে।
রাষ্ট্রপতি বলেন, জোরপূর্বক উদ্বাস্তু রোহিঙ্গারা নিজ ভূমি থেকে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় চাওয়ার পর মানবিক বিবেচনায় সরকার তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এ অঞ্চলে বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, আমরা সহিংস চরমপন্থী, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জোরপূর্বক উদ্বাস্তুদের সীমান্ত অতিক্রম করার মতো অনেক গুরুতর সমস্যার মোকাবেলা করছি। এজন্য এসব ইস্যু মোকাবেলায় সাড়া দিতে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ জুন ২০১৯/ এমএম




