Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সারা বিশ্ব যখন করোনা নিয়ে আতঙ্কে, তখন বাংলাদেশে ‘ডেঙ্গির’ প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগজনক। ডেঙ্গির প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কোমলমতি ছাত্রছাত্রী ও গর্ভবতী মায়েরা।

দরজা-জানালা বন্ধ রেখেও মিলছে না মুক্তি। কয়েল, স্প্রে বা মশা মারার ব্যাট-কোনো কিছুতেই কাজ হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে প্রায় দেড় হাজার ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে।

গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি রোগীর সংখ্যা বেশি। সাধারণত মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়াসহ আরও অনেক রোগ হয়। মশা আকারে ছোট হলেও এদের অত্যাচার পৃথিবীজুড়েই। মশার হাত থেকে নিষ্কৃতি পেতে ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি প্রশাসনিক উদ্যোগও প্রয়োজন।

শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জুলাই ২০২১ /এমএম


Array