Menu

বৃষ্টি কমলেও তাপমাত্রা বাড়ছে

বাংলানিউজসিএ ডেস্ক :: আগামী কয়েক দিনের মধ্যে কমছে বৃষ্টির প্রবণতা। তবে এতে মোটেই স্বস্তি হবে না। কারণ বৃষ্টি কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই মিলেছে।

আজ বৃহস্পতিবার অবশ্য লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শীঘ্রই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) দেশের উপর বিস্তার লাভ করবে, আর এর মধ্যমেই বাংলার প্রকৃতিতে পা রাখবে দ্বিতীয় ঋতু বর্ষা।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৬ জুন ২০১৯/ এমএম


Array