Menu

বৃষ্টিতেও থেমে নেই ঈদের আনন্দ

বাংলানিউজসিএ ডেস্ক :: ঈদের দিনে বৃষ্টি হতে পারে, এমনটা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। বাস্তবেই ঢাকাসহ দেশের নানা স্থানে ঈদের সকালটি ভেসেছে বৃষ্টিতে। তবে এতে সামান্য ব্যাঘাত ঘটলেও থেমে নেই ঈদ আনন্দ। বৃষ্টি উপেক্ষা করেই মুসল্লীরা বিভিন্ন ঈদ জামাতে অংশ নেয়।

সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা। এটিসহ রাজধানীর প্রধান প্রধান ঈদ জামাতে অংশ নেন অসংখ্য মানুষ।

আজ বুধবার ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম ঈদুল ফিতরের দিন সকালেই আকাশ কালো হয়ে যায় মেঘে, সঙ্গে সঙ্গেই নামে বৃষ্টি। ঈদ জামাত শুরু হওয়ার আগে যারা নামাজ পড়তে গিয়েছিলেন তারাই কেবল বৃষ্টি থেকে বাঁচতে পেরেছেন। অন্যদের বেশিরভাগকে ভিজতে হয়েছে বৃষ্টিতে।

তবে আবহাওয়া বিরূপ হলেও জাতীয় ঈদগাহে ত্রিপল থাকায় নামাজে সমস্যা হয়নি। নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় জামাত ঠিকমতোই হয়েছে।

রাজধানীর যেসব স্থানে খোলা স্থানে ঈদের জামাত হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে তার অনেকগুলোতেই তা হতে পারেনি। পাশের মসজিদে ঈদের নামাজে অংশ নিতে হয় ওই সব এলাকার মুসলমানদের।

দেশের অন্যতম বড় জামাতে অংশ নিতে কিশোরগঞ্জের শোলাকিয়ার যারা গিয়েছিলেন, দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরও। সেখানে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই নামাজে অংশ নিতে কাকভেজা হয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৫ জুন ২০১৯/ এমএম


Array