Menu

সেই শেবাগের মুখেও বাংলাদেশের প্রশংসা

বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেটের যে কয়জন কড়া সমালোচক আছেন এর মধ্যে অন্যতম বীরেন্দর শেবাগ। সুযোগ পেলেই টাইগারদের কটাক্ষ করতে ছাড়েন না ভারতের সাবেক এই ওপেনিং ব্যাটসম্যান। খেলোয়াড়ী জীবন তো বটেই, অবসরের পরও এই চর্চা থামেনি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্স দেখে এবার বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার সাবেক এই তারকা ব্যাটসম্যান।

রোববার কেনিংটন ওভালে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় পায় বাংলাদেশ। মাশরাফী বিন মোর্ত্তজার দলের বেধে দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ৩০৯ রানে থেকে যায় প্রোটিয়াদের রানের চাকা। রোমাঞ্চকর এক জয়োল্লাসে মাতে লাল-সবুজরা।

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ দলের পারফরম্যান্সে মুগ্ধ শেবাগ। টুইট করে টাইগারদের অভিনন্দন জানাতে দেরি করেননি তিনি। তাতে লিখেছেন, “অভিন্দন টাইগার্স। খুব ভালো খেলেছো। জয়টা তোমাদের প্রাপ্য ছিল।”

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইটারে লিখেছেন, “কী নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।”

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ মে ২০১৯/ এমএম


Array