প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘তুমি যেটা ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তুমি জেগে দেখো সেটাই স্বপ্ন।’ ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের উক্তি এটি। আসলেও তা-ই, মানুষের নানা স্বপ্ন, নানা ইচ্ছা থাকে; কিন্তু ক’জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়!‘তুমি যেটা ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তুমি জেগে দেখো সেটাই স্বপ্ন।’ ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের উক্তি এটি। আসলেও তা-ই, মানুষের নানা স্বপ্ন, নানা ইচ্ছা থাকে; কিন্তু ক’জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়!
আবার এটাও মানতে হবে, যে লেগে থাকে, সে এক সময় সফল হয়। কাঙ্ক্ষিত সাফল্য না এলেও এর কাছাকাছি হলেও কিছুটা আসতে পারে। এটাই সবচেয়ে বড় সফলতা। এই সফলতা নিয়েই কেউ গর্ব করতে পারে যে এটাই তার স্বপ্ন, এটাই তার ইচ্ছা।
সাফল্য লাভের জন্য কাউকে অনুসরণ করা ভালো, তবে আমরা যেন এমনভাবে অনুসরণ না করি যাতে হতাশাগ্রস্ত হতে হয়। কারণ যারা মোটিভেশন দেন তারা প্রতিষ্ঠিত। তারা ভাবেন, তারা যা বলবেন সাধারণ মানুষ তা-ই ভাববে, মানবে।
আর তাই তারা আরেকটু বেশি করে করে বলেন। আর সাধারণ মানুষ সেটা করার জন্য যথেষ্ট চেষ্টা চালায়। কিন্তু যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এখানেই তারা ব্যর্থ। তাদের বুঝতে হবে পৃথিবীতে স্বল্পসংখ্যক মানুষ খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়।
তাদের মতো মানুষ খুব কমই হয়। সবাই যদি সেরকমভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে এই ভুবনে অনেক রবীন্দ্রনাথ, অনেক আইনস্টাইন, অনেক শেক্সপিয়রের জন্ম হতো। তবে চেষ্টা করলে তাদের কাছাকাছি হওয়া সম্ভব। এজন্য স্বপ্নটা ঠিক রাখতে হবে। স্বপ্ন ধরে রাখতে হবে, হতাশ হলে চলবে না।
মানুষের নানা ইচ্ছা থাকে। স্বপ্ন দেখতে ভুল করে না মানুষ। যেমন, কারও স্বপ্ন কিংবা ইচ্ছা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী ইত্যাদি হওয়ার। চেষ্টা করে অনেকে সেটিকে সম্ভব করে তোলে।
কেউ হয় কবি, কেউ চিত্রকর। আরেক ধরনের স্বপ্নের মানুষ আছে, যারা অন্যের কবিতা পড়তে ভালোবাসে, অন্যের কাছ থেকে নিজেদের চিত্রপট আঁকিয়ে নিতে ভালোবাসে।
কত রঙিন স্বপ্ন তাই না? মানুষ চাইলে তো ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে ফ্রেমে বাঁধাই করে রাখতে পারত। কিন্তু তা করে না। কেন করে না জানেন? এসবের মধ্যে কৌতূহল জেগে ওঠে, আবেগ জাগে। আর এই কৌতূহল তাকে আনন্দ দেয়, তাকে উৎসাহ দেয় নতুন কিছু করতে।
এবি সিদ্দিক : শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ মার্চ ২০২১ /এমএম





