Menu

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতকর্তা সংকেত

বাংলানিউজসিএ ডেস্ক :: লঘুচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, বজ্রমেঘের ঘনঘটায় উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যার পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ মে ২০১৯/ এমএম


Array