Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইতালিয়ান কাপে চলছে সেমিফাইনাল পর্বের খেলা। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় ইন্টারমিলান-জুভেন্টাস মধ্যকার ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছে। ড্র করেও এই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে তুরিনের ক্লাবটি। এর আগের প্রথম লেগের খেলায় ইন্টারমিলানের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল আন্দ্রে পিরলোর শিষ্যরা।

প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে হেরে যাওয়ার কারণে ফাইনালের টিকেটে পেতে হলে মঙ্গলবার দুই গোলের ব্যবধানে জেতা দরকার ছিল ইন্টারের। আর জয়ের উদ্দেশেই খেলতে নেমেছিল দলটি।

ম্যাচের প্রথম থেকে বল দখলে প্রায় সমানে সমান ছিল দুদলই। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউই। ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে রোমেলু লুকাকুর ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল। একটু পর ক্রিস্তিয়ান এরিকসেন ও লাউতারো মার্তিনেসের শট প্রতিহত হয় ইউভেন্তুসের রক্ষণে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুটি সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবার ডি-বক্সে তার শট ব্লকড হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে। আরেকটি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক সামির হান্দানোভিচ।

প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৫০ মিনিটের মাথায় রোনালদোর আরও দুটি শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন ইন্টার গোলরক্ষক।

শেষ দিকে রক্ষণে বেশি মনোযোগী হয় জুভেন্টাস। ৮১তম মিনিটে ইন্টারের আশরাফ হাকিমির শটে পাশের জালে লাগে বল। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা। ফলে প্রতিপক্ষের মাঠে স্বস্তি ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগে নাপোলি-আটালান্টা মধ্যকার ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছে। দ্বিতীয় লেগের খেলায় ১৩ ফেব্রুয়ারি মাঠে নামবে দুদল। আর বিজয়ী দলের বিপক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন লড়াইয়ে খেলবে জুভেন্টাস।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম


Array