Menu

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে টাইগারদের। এরই ধারাবাহিকতায় লেস্টার সিটি থেকে মাশরাফি বাহিনী এখন অফিসিয়ালি অনুশীলন শুরু করছে কার্ডিফে। এই ভেন্যুতেই পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কার্ডিফের উদ্দেশে লেস্টার ছাড়েন তামিম-মুশফিকর। সন্ধ্যা ৭টার দিকে কার্ডিফে পৌঁছেছে বাংলাদশে দল।

সেখানে দুদিন অনুশীলন শেষে আগামী ২৬ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে স্টিভ রোডসের শিষ্যরা। ২৮ মে একই ভেন্যুতে খেলবে ভারতের বিপক্ষে।

বিশ্বকাপের এই আনুষ্ঠানিক যাত্রার পর মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন।

ছবিতে দেখা যায়- তাদের টিম বাসটির সামনেই হাসিখুশি মুডে ভাইরা ভাই মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মুশি। ক্যাপশনে মুশফিক লিখেছেন- ‘ইনশাআল্লাহ মিশন ওয়ার্ল্ড কাপ।’

অপর একটি ছবিতে দেখা যায়- আয়ারল্যান্ড সিরিজে ভালো করার পর হাসিখুশি মুখে পাশাপাশি দাঁড়িয়ে আছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। তাদের পাশে গা ঘেঁষেই দাঁড়ানো সদাহাস্য বিশ্বকাপে বাংলাদেশের আশার প্রতীক মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, আগামী ২৯ মে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ৩০ মে থেকে শুরু হবে মাঠের লড়াই। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের বাংলাদেশ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ মে ২০১৯/ এমএম


Array