Menu

জয়দীপ সান্যাল, ক্যালগেরি, কানাডা :: কানাডা স্বর্গ রাষ্ট্র হয়ে যাচ্ছে দিন দিন বহু দেশের দুরবিত্ত ও সন্ত্রাসীর পাশাপাশি বাংলাদেশের খুনী, দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরাদের আশ্রয় দিয়ে। পিতা মাতা, নিকট আত্মীয় এবং বন্ধুদের ফেলে আসার যন্ত্রনা বুকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও উন্নত ভবিষ্যতের আশায় আজ আমরা এখানে। আমাদের নিরলস পরিশ্রম, বিপূল অঙ্কের আয়কর আর কঠিন শীতের সংগ্রামের ভবিষ্যৎ পরিনতি ভেবে সঙ্কিত হতে হচ্ছে এসব কুলাঙ্গারের কানাডায় অভিবাসনে।

কানাডার অভিবাসন-আইনে মূলতঃ শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অধিকাংশ কানাডিয়ান এজন্য গর্ব বোধ করে থাকেন । তবে ভোটের রাজনীতি মাথায় রেখে এর পাশাপাশি আরও কিছু বিকল্প পথের যোগ/ বিয়োগ ঘটে আমাদের Liberal ও Conservative সরকারের জামানায় ।

অভিবাসনের বিধান নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে তবে অনাহুত অভিবাসন কানাডার বিশাল ক্ষতির কারণ হবে যদি আইন প্রণয়নে ও সার্বিক ব্যবস্থাপনায় অসতর্ক অথবা ইচ্ছাকৃত গলদ রাখা হয় । আইনের ফাঁক গলিয়ে, এমনকি আদালতকে ডিঙ্গিয়ে, নিরীহ, সন্ত্রাসী নির্বিচারে বিবাদমান বহু দেশের রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে সরাসরি অভিবাসন দেওয়া হচ্ছে বেশ ক’বছর থেকে।

কানাডায় অভিবাসন কিছু মৌসুমি রাজনীতিবিদ ও আইনজীবীর প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ব্যবসায় পরিনত হতে যাচ্ছে বিবেচনা করে ১৯-জুন-২০১৪ Bill C-31-এর মাধ্যমে The federal Immigrant Investor Program স্থগিত করা হয়। ২৬-অক্টোবর-২০১৮ থেকে আবার শুরু হয় Immigrant Investor Venture Capital Program (IIVCP) এর নতুন নিয়মঃ (ক) আবেদনকারীর ১০ মিলিয়ন কানাডিয়ান ডলারের (প্রায় ৬৩ কোটি টাকার) সম্পত্তি থাকতে হবে।

(খ) ২ মিলিয়ন ডলার ((প্রায় সোয়া বার কোটি টাকা) কানাডা সরকার অনুমোদিত Venture Capital fund-এ ১৫ বছর মেয়াদে বিনিয়োগ করতে হবে। কোন কোন প্রদেশ ও অঞ্চল এ নিয়ম আরও শিথিল করেছে । এ আইনগুলোর সুযোগ নিচ্ছে বাংলাদেশের জ্ঞাত ও অজ্ঞাত আর্থিক দস্যুরা ।

এর উপর চলছে কানাডার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর Credit Transfer-এর রমরমা ব্যবসা । বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতি পূর্ণ সম্মান ও আস্থা রেখে লিখছি সেখানে আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অনেক দুর্নীতিবাজ, লুটেরাদের ছেলে মেয়েরা কত সহজে GPA-4 কিংবা 4.5 নিয়ে টাকার জোরে এখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে। ইদানীং মাঢয়মীক/ উচ্চমাধ্যমিকে ভর্তির রেওয়াজও চালূ হয়েছে ।

এসব ভর্তির সুযোগ কাজে লাগিয়ে অনেক কালো টাকার মালিক দেশের অর্থ পাচার স্ত্রী- সন্তানদের জন্য এখানে দামী গাড়ি, আলিসান বাড়ি, এমনকি ব্যবসা কিনে ফেলছে । বাংলাদেশের জনগনের কষ্টার্জিত টাকায় এখানে চলছে তাদের সমৃদ্ধ আয়েসি জীবন ! ছেলে মেয়ের সুবাদে পরবর্তীতে তাদের পারিবারিক অভিবাসন ও নাগরিকত্ব জুটে যায় ।

কাল বিলম্ব না করে এযাবৎ Immigrant Investor Venture Capital Program-এ বিনিয়োগকৃত ও International Student ভর্তিতে সরবরাহিত অর্থের উৎস ইন্টারপোলের মাধ্যমে পূর্ণ তদন্ত করা প্রয়োজন। বর্তমানে প্রক্রিয়ারত ও ভবিষ্যতে অভিবাসন আবেদন ও International Student Admission বিবেচনার ক্ষেত্রে আবেদনকারীর দেশের কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে কানাডার ব্যাংক-এ সরাসরি বৈধ পথে বিনিয়োগ/ অর্থ প্রদান করা বাধ্যতামূলক করা দরকার। রাজনৈতিক আশ্রয়/ অভিবাসনের জন্য আবেদন পত্রের সাথে জাতিসংঘ শান্তি মিশন অথবা ইন্টারপোলের Security Clearance Report প্রদান বিবেচনা করা যেতে পারে ।

আজ না হলেও আগামীতে ক্যনাডায়, সুস্থ, সৎ ও নির্মল পরিবেশে গড়ে ওঠা আমাদের সরলমনা, নিষ্কলুষ পরবর্তী প্রজন্ম কঠিন বাস্তবতার সম্মুখীন হবে যদি না আমরা নিজেরা সচেতন হই। একই সাথে সচেতন করতে হবে আমাদের Federal সরকারকে সঠিক ভাবে বিনিয়োগ-অভিবাসন নীতি বাস্তবায়নে। প্রাদেশিক সরকার ও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্বুদ্ধ করতে হবে International Student Admission-এর জন্য জমা দেওয়া অর্থের উৎস সন্ধানের ব্যপারে।

ইদানীং ক্যালগেরি সহ কানাডার কিছু বড় শহরে বাঙালি সম্প্রদায়ের মধ্যে স্বল্প পরিসরে এবিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে । এর ব্যপ্তি ছড়িয়ে দিতে হবে বাংলাদেশ-কমিউনিটির সবার মাঝে । প্রয়োজনীয় তথ্য ও সতর্কতা জানাতে হবে Immigration Canada, ফেডারেল সরকার ও প্রাদেশিক সরকারগুলকে । এবিষয়ে কানাডা ও বাংলাদেশের অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়, রেডিও-টেলিভিশন ও, সোশাল মিডিয়ায় ব্যপক প্রচার ও আলোচনা অনুষ্ঠান হওয়া দরকার।

কানাডা ও বাংলাদেশ এদের দুরবিত্তায়ন থেকে রক্ষা পেতে পারে যদি বিনিয়োগকৃত অথবা জমাকৃত অর্থের উৎস ও প্রাসঙ্গিক তথ্য সরকারী পর্যায়ে বিনিময় করা হয়। বৈধ ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রার চালান হতে হবে । আর কোন খুনী, সন্ত্রাসী ও অর্থ লোপাটকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এদেশে।কানাডা নিরাপদ ও বাস যোগ্য থাকুক আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ডিসেম্বর ২০২০/এমএম


Array