আহসান রাজীব বুলবুল, কানাডা :: সম্প্রতি আলবার্টার রাজধানী এডমন্টন শহরে শেষ হলো আলবার্টা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০১৯। এই প্রতিযোগিতায় ক্যালগারি, রেডডিয়ার, লেডুক এবং এডমন্টনের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
পাঁচ রাউন্ডের এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অর্থাৎ সবার সাথে সবাইকে খেলতে হয়। টুর্নামেন্টে লেডুকের আগ্নেজকা মাত্রাস সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং সৈয়দা শাবানা পারভীন সাড়ে তিন পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, শাবানা পারভীন ২০১৪ তে আলবার্টা মহিলা দাবা চ্যাম্পিয়ন হন। তিনি বাংলাদেশ জাতীয় মহিলা দাবাতে পাঁচবার ১৯৮৯, ১৯৯৩, ১৯৯৫, ২০০২ এবং ২০০৩ সালের চ্যাম্পিয়ন এবং চারবার রানার আপ ট্রফি অর্জন করেন। তিনি বাংলাদেশ দলের হয়ে বিশ্ব দাবা Olympiad ১৯৮৮ গ্রীস, ১৯৯২ ফিলিপিন, ১৯৯৪ ও ১৯৯৮ রাশিয়া, ২০০২ স্লোভেনিয়া, ২০০৪ স্পেন এবং ২০০৮ জার্মানে অংশগ্রহণ করেন।
দাবা অলিম্পিয়াড ১৯৯২ তে ব্রোঞ্জ মেডেল ও Asian city টুর্নামেন্টের সিলভার মেডেল পান। এ ছাড়াও বিভিন্ন অন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলে কৃতিত্ব ও সুনাম অর্জন করেন।
বাংলানিউজসিএ/ঢাকা/১৪ মে ২০১৯/ইএন