Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: এডমন্টনের স্থানীয় হলিডে ইন হোটেলের বলরুমে গত ১৯ এবং ২০ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ও রবিবার সারাদিনব্যাপী বাংলাদেশ হাই কমিশন, অটোয়া প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করে। আয়োজন ছিলো ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই)। এডমন্টনবাসী প্রবাসীদের দোরগোড়ায় এই কাঙ্ক্ষিত কনস্যুলার সেবা ছিলো সত্যিই প্রশংসনীয়।

কনস্যুলার সেবা প্রতিনিধি দলে ছিলেন কাউন্সেলর (পলিটিক্যাল) দেওয়ান হোসনে আউয়ুব, কাউন্সেলর(পাসপোর্ট এন্ড ভিসা) জনাব মো. সাখাওয়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা(অর্থ) জনাব মো মাহফুজুল হাসান, রফিকুল ইসলাম, কামাল হোসেন এবং আবু সাঈদ।

তাঁরা টানা দুইদিন ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রায় ২০০ এডমন্টনবাসী বাংলাদেশিদের নতুন মেশিন রিডেবল পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, নো ভিসা ইস্যু , মূল্যবান দলিল প্রত্যায়ন এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান করেন।

বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন (বিসিএই)-র বর্তমান প্রেসিডেন্ট এইচএম আশরাফ আলীর নেতৃত্বে তাঁর কমিটির নির্বাহী সদস্য ও বিপুল পরিমাণ ভলান্টিয়ার এই কনস্যুলার কার্যক্রমের স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করেন।

এরপর অটোয়া থেকে আগত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল বিসিএই-র প্রাক্তন প্রেসিডেন্টদের সাথে সৌজন্য মিটিং করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ সেপ্টেম্বর ২০২০/এমএম