Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: ফেব্রুয়ারি ২২ শনিবার এডমন্টনে বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই) এবং বাংলাদেশ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এট ইউনিভার্সিটি অব আলবার্টা (বাসাউআ)-এর যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই দিনে বেশ কিছু ব্লাড ডোনার কানাডিয়ান ব্লাড সার্ভিসেস (এডমন্টন)-এ রক্তদান করেন।

উপস্থিত ডোনার ও ভলান্টিয়াদের মধ্যে ছিলেন বিসিএই-র বর্তমান সভাপতি ড. এইচ এম আশরাফ আলী, বাসাউআ-র সভাপতি শফিকুল ইসলাম জনি, বিসিএই-র প্রাক্তন প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, জাহাঙ্গীর খান, মো. মিজানুর রহমান, এবং পারভীন আকতার, দ্বীন ইসলাম, তৌহিদ পারভেজ, ফয়সল ফেরদৌস, বদরুল মাসুদ, চন্দন তালুকদার, এডওয়ার্ড প্রবীর মণ্ডলসহ অনেকে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম