Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি:: ডিসেম্বর ২৮, শনিবার রাতে এডমন্টনের স্থানীয় সেজং মাল্টিকালচারাল সেন্টারে বছর শেষের ছুটির আনন্দে প্রবাসী বাংলাদেশিদের সমাগমে জমেছিলো বিশাল মিলনমেলা। ”হ্যাপি হলিডেজ- হ্যাপি নিউ ইয়ার” নামের এ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বাংলাদেশি দম্পতি এমআর ইঞ্জিনিয়ারিং-এর কর্ণধার ইঞ্জি. মো. মিজানুর রহমান ও ইউসিম্যাস পার্টনার ড. রেজওয়ানা হক সোমা।

অনুষ্ঠান শুরুতে সকলের জন্য দোয়া পারিচালনা করেন আসম ইসহাক ভূঁইয়া। এরপর একে পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তি, কৌতুক অভিনয় ও ওয়াজ এবং টক শো। গীটারে সঙ্গীত পরিবেশনায় ছিলেন ডা. মামুন হাসান ও রফিকুল হাসান। সাথে সহায়তা করেন পার্থ বিশ্বাস, পারভীন আকতার, শায়েস্তা খানম ও সাইমন মেজবাহ উদ্দিন। সাইমন মেজবাহ উদ্দিন-এর মাউথ অরগান বাদন সবাইকে মুগ্ধ করে। আবৃত্তি ও গানের মনোমুগ্ধকর যৌথ পরিবেশনায় ছিলেন পার্থ বিশ্বাস ও প্রতীতি বিশ্বাস। ছোট ছোট মেয়েদের নাচ ছিলো আরও মনোমুগ্ধকর।

হুজুর তাহেরী স্টাইল বুকফাটানো হাসির ওয়াজ পরিবেশন করেন তৌহিদ পারভেজ। স্মরণীয় বরণীয় লায়লা ও লায়লা খ্যাত খ্যাতির বিরম্বনা ”টক শো”-তে অংশগ্রহণ করেন শায়েস্তা খানম ও রূপা চৌধুরী। এরপর শ্রতিমধুর গান পরিবশেন করেন সবিতা চৌধুরী, উলফাৎ পারভীন রোজী, পারভীন আকতার, মো শাহিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, শায়লা ফেরদৌস নিশি এবং নাতাশা রহমান। আয়োজক মিজান-সোমা দম্পতির মাঝে ফুল উপহার পারিচালনা করেন ইঞ্জিনিয়ার জনাব নকীব আহমেদ। সব শেষে নতুন বছর ২০২০ সালের কেক কাটার মাধ্যমে ও নতুন বছকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২০ /এমএম