Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: বাবলী ভাবী আর নেই। সবার প্রিয় বাবলী ভাবীর পুরো নাম মোরশেদা বেগম। এডমন্টনের সবাইকে কাঁদিয়ে আগস্ট ১১, মঙ্গলবার রাত ৯:৩০টায় না ফেরার দেশে চলে গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। দীর্ঘদিন ধরে তিনি ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন বাবলী ভাবী। অবশেষে গতকাল রাতে ক্যানসারের সাথে যুদ্ধে হার মেনে সবাইকে ছেড়ে চলে গেলেন তিনি।

বাবলী ভাবী ছিলেন সদাহাস্য নিবেদিত সমাজকর্মী। গত তিন দশক ধরে তিনি এবং তাঁর স্বামী ইসমাইল মোহাম্মদ এডমন্টনবাসীর জন্য করে যাচ্ছিলেন সমাজ সেবা। যে কোনো কমিউনিটি ইভেন্টেই দেখা যেতো এ জুটিকে। কী নববর্ষ, কী ঈদ অনুষ্ঠান সব জায়গাতেই থাকতো বাবলী ভাবীর খাবার স্টল।

আর তাঁর স্বামী ইসমাইল ভাই করতেন বৃহত্তর কমিউনিটির জন্য রা্ন্নার আয়োজন। অনেক ইভেন্টে ইসমাইল ভাই ও বাবলী ভাবীর অক্লান্ত পরিশ্রমে তৃপ্তি সহকারে এডমন্টনবাসী মেটােতো ভোজন রসনা। আর খাবার শেষে মাঝে মাঝে খেতাম বাবলী ভাবীর হাতে গড়া পান। এ জুটির সমাজসেবাকে এডমন্টনবাসী চিরকাল মনে রাখবে।

মঙ্গলবার রাতে সেই কিংবদন্তী সমাজসেবীর আপ্যায়নের অবসান ঘটলো। আর দেখবো না বাবলী ভাবীর হাসি মুখ আর হাতের মিষ্টি পান। পেছনে রেখে গেলেন স্বামী ইসমাইল মোহাম্মাদ ও দুই কন্যা সারিন মোহাম্মদ ও আনুশা মোহাম্মদকে। আজ বুধবার বাদ জোহর এডমন্টনের আল-রশিদ মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হচ্ছে। বাবলী ভাবীর অকাল মৃত্যুতে এডমন্টনের বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর জন্য শোক প্রকাশ করেছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ আগস্ট ২০২০/এমএম