Menu

রাজবাড়ী‌ থেকে সিনান আহমেদ শুভ :: রাজবাড়ী গোয়ালন্দের অন্তারমোড় এলাকার পদ্ম‌া নদীতে মোহাম্মদ শেখ না‌মে এক জেলের জালে ধরা পড়ে‌ছে ১২ কে‌জি ওজনের বিশ‌াল এক বোয়াল মাছ।বৃহস্প‌তিবার সকা‌লে দৌলত‌দিয়‌া ফে‌রি ঘাটের বাবু স‌রদারের আড়তে থেকে মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মে‌াল্লা ১৮৫০ টাকা কে‌জি দরে ২২ হাজার ২শ টাকায় মাছ‌টি কি‌নে নেন।

এ সময় মাছ‌টি দেখ‌তে ভির ক‌রেন উৎসুক জনগণ।দৌলত‌দিয়‌া ঘাটের চাঁদনী আ‌রিফা মৎস্য আড়তের মোঃ চান্দু মে‌াল্লা জানান, সকা‌লে জেলে মে‌াহাম্মদ শেখ ১২ কে‌জি এক‌টি বোয়াল মাছ ঘাটের বাবু স‌রদারের আড়তে বি‌ক্রি করতে আনেন। এ সময় তি‌নি একটু লাভের আশায় ওই ম‌াছ‌টি ১৮৫০ টাকা কে‌জি দরে ২২ হাজার ২শ টাক‌া কিনে নেন। এখন ২ হাজার টাকা কে‌জি দরে বি‌ক্রির জন্য ফোনে দেশের বি‌ভিন্নস্থানে যোগাযোগ করছেন। আশা করছেন বিকালের ম‌ধ্যে মাছ‌টি বি‌ক্রি হ‌য়ে যাবে। এছাড়া তি‌নি আজ কাতলসহ আরও কয়েক‌টি মাছ বি‌ক্রির জন্য কিনেছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২  নভেম্বের ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ