প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তবে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি এখনও।তবে সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টেও দেখা যায়নি তাকে।জানা গিয়েছিল, করোনামুক্তির পর অনেকটা আনফিট থাকায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখেন মাশরাফি।
তবে ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বলে জানা গিয়েছিল।কিন্তু হঠাৎ করেই বাতাসের গুঞ্জন– টি-টোয়েন্টি টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন না মাশরাফি। যদিও এ বিষয়ে মাশরাফি বা বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি এখনও।
তবে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাশরাফির মাঠে ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেই জানালেন বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস।
এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফি খেলছেন না– এমনটি এখনই বলা যাচ্ছে না। মাশরাফি বলেছে সে আনফিট। যেহেতু তার ইনজুরির একটা ব্যাপার আছে। এর মধ্যে যদি সে ফিট হয়ে যায়, এসে যদি রিপোর্ট করে সে ঠিকঠাক আছে তা হলে সে থাকবে। আমরা যখন আনুষ্ঠানিকভাবে জানাব তখনই বুঝতে পারবেন কারা হচ্ছে।’
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ায় ও দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ফিটনেসে ঘাটতি দেখা দেয় মাশরাফির। তাই মাঠে ফিরতে শারীরিক অনুশীলন শুরু করেছিলেন মাশরাফি। গত ২২ অক্টোবরে মিরপুর সিটি ক্লাব মাঠে ফিটনেস পরীক্ষায় নেমেছিলেন মাশরাফি। আর সেদিন দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাশরাফির। তবে মাশরাফির সেই ইনজুরি কতটা গুরুতর ছিল তা জানা যায়নি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ নভেম্বের ২০২০/এমএম