মো. মাহমুদ হাসান, ক্যালগেরি, কানাডা :: দুই মাসের মাথায় অস্ত্র মামলায় প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড নিঃসন্দেহে আশা জাগানিয়া সুখবর। ফেনীতে কেরোসিনের আগুনে পুড়িয়ে মারা নুসরাতের মামলায় দাপুটে আওয়ামী লীগ নেতা সহ সকল আসামি কে চিহ্নিত করে দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা হয়েছে, ভিডিও ধারণকারী ওসি কে শাস্তির মুখোমুখি করা হয়েছে, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম সি কলেজ ছাত্রাবাসে বর্বরতম ঘৃণিত নারকীয় উল্লাসে মেতে উঠা পশুদের তড়িৎ গতিতে গ্রেফতার করা হয়েছে।
এমন সময়ে বেগমগঞ্জে ঘটে যাওয়া আর একটি নারকীয় তান্ডবে বাংলাদেশ সহ সারা বিশ্বের বাঙ্গালীর হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ, বিস্ময়ে বিমূঢ়, ক্ষোভে ভারাক্রান্ত। আমার জেলা হবিগঞ্জের এক দৈনিক পত্রিকায় আজ তিনটি ধর্ষনের শিহরণ জাগানিয়া সংবাদ, সারা দেশের সাম্প্রতিক পরিসংখ্যান নারী নিরাপত্তায় কতটা আতংকের হতে পারে, তা সহজেই অনুমেয়।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তৃণমূল থেকে জাতীয় সংসদ, মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর থেকে সচিবালয়, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট অবধিবেগমগঞ্জ, সিলেট সহ বিভিন্ন স্থানে বর্বরতম নারকীয় নারী নির্যাতনের ঘটনায় কানাডা প্রবাসী বাংলাদেশিদের চরম উদ্বেগ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী।
লেখক: উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক
ক্যালগেরি আলবার্টা, কানাডা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ অক্টোবর ২০২০/এমএম





