Menu

নিয়ম ভেঙেছেন শচিন টেন্ডুলকার!

বাংলানিউজসিএ ডেস্ক :: শচিন টেন্ডুলকারের জন্মদিন ছিল বুধবার। সেই আবেগে ভেসেছিলেন তিনি। কিন্তু শুভ দিনেই যে এমন একখানা ধাক্কা খেতে হলো তাকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই এর পক্ষ থেকে একটি নোটিশ পেলেন। যেখানে দাবি করা হলো স্বার্থের সংঘাত থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে দায়িত্ব গ্রহণের কথা।

মাস্টার ব্লাস্টারও ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির সদস্য। একইসঙ্গে আইপিএলে মুম্বাইয়ের মেন্টর হিসাবে কাজ করেন। যে কারণে তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জীব গুপ্ত। বোর্ডের নোটিস পৌঁছেছে ভিভিএস লক্ষ্মণের কাছেও। তিনিও ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য। একই ধরনের চিঠি আগে পেয়েছেন সৌরভ গাঙ্গুলিও।

চলতি আইপিএলে ভারতীয় ক্রিকেটর তিন মহারথীর কাছেই পৌঁছল বোর্ডের নোটিস। শচিন, সৌরভ, লক্ষ্মণ- তিনজনের ক্ষেত্রেই কারণ এক। স্বার্থের সঙ্ঘাত। ২৮ এপ্রিলের মধ্যে শচিন ও লক্ষ্মণকে স্বার্থের সঙ্ঘাত প্রসঙ্গে জবাব দিতে হবে।

যদিও বোর্ডের এক কর্তা বলছিলেন, মুম্বাই ফ্র্যাঞ্চাইজির থেকে এক টাকাও নেন না শচিন। ফলে স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ ধোপে টিকবে না। দিল্লির সঙ্গে সৌরভেরও কোনও আর্থিক চুক্তি হয়নি। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ওঠা স্বার্থের সঙ্ঘাতের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন বোর্ডের ওই কর্তা।

বাংলানিউজসিএ/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/এমএম


Array