Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে ২৬ মার্চ থেকে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ মার্চ (বুধবার) থেকে এ বাস সার্ভিস চালু হবে।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর আজিমপুর কলোনি মাঠে বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের এ তথ্য জানান।
সাঈদ খোকন বলেন, ২৬ মার্চ চক্রাকার বাস সার্ভিস চালু করার কথা ছিল। কিন্তু ওই দিন এ এলাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচল থাকবে। যে কারণে একদিন পিছিয়ে ২৭ মার্চ চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করা হবে।

তিনি বলেন, আমরা তিনটি স্পটে চক্রাকার বাস সার্ভিস চালু করবো। প্রথমে রাজধানীর ধানমন্ডিতে এই সার্ভিস চালু করা হবে। এর মাধ্যমে ধানমন্ডি এলাকা এবং অন্যান্য এলাকার মানুষ চলাচলে সুবিধা পাবে।

ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর বাস সার্ভিসের রুট

১. আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমনন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, সংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর যাবে বাসটি।

২. সোবহানবাগ-রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব-বাটা ক্রসিং, কাটাবন-নীলক্ষেত, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেইট, ৩ নম্বর রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী, আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।

চক্রকার এ বাস সার্ভিসের সুবিধা নিয়ে সংশ্লিষ্টরা জানান, ঘন ঘন বাস স্টপেজ দেয়ায় মানুষ অল্প দূরত্বে বাসে যাতায়াত করতে পারবেন। এসি বাস হওয়ায় ধুলাবালি মুক্ত যাতায়াত করা যাবে। রিকশার তুলনায় বাস ভাড়া অনেক কম হবে, যানজটও কমবে। টিকিট ও কাউন্টার সিস্টেম করায় যাত্রী ও পথচারীরাও সুবিধা পাবেন। এর ফলে ধানমন্ডি এলাকায় স্কুল শিক্ষার্থীরাও গাড়ি ব্যবহার না করে কম ভাড়ায় বাসে যেতে পারবে।বর্তমানে ওই সড়কগুলোতে অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে তারা বলেন, সড়কে প্রচুর রিকশার কারণে অনেক যানজট থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল ও হাসাপাতাল এলাকায় প্রচুর প্রাইভেটকার এসে যানজট সৃষ্টি করে।

চক্রাকার বাস পরিচালনার কৌশল

ধানমন্ডি-নিউমার্কেট এলাকায় চক্রকারভাবে চলাচল করা বাসগুলো হবে দুই দরজা বিশিষ্ট। একই সময় সামনে দিয়ে যাত্রীরা উঠবেন এবং পিছন দিয়ে নামবেন। নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটি সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে বাসে উঠবেন যাত্রী। ৫/১০ মিনিট পর পর বাস আসবে। চক্রকার বাস চলাচল করায় একই স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়বে না।

মেয়র বলেন, আমরা প্রশিক্ষিত চালক তৈরির জন্য কাজ করছি। প্রশিক্ষিত চালকের অভাবে সড়কে দুর্ঘটনা ঘটে। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালককে বাস চালাতে দেয়া হবে না। ট্রেনিং সেন্টারের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে জমি দিতে সম্মত হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসব ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনসিএ/২৫ মার্চ ২০১৯/রাআ


Array

এই বিভাগের আরও সংবাদ