বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৪৪৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে ২১২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রান করেছিল।
রবিবার বাবর আজম ১৪৩ ও আসাদ শফিক ৬০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। বাবর ১৪৩ ও আসাদ ৬৫ রানে আউট হন। বাবরকে শিকার করেন বাংলাদেশের পেসার আবু জায়েদ এবং আসাদকে বিদায় দেন আরেক পেসার এবাদত হোসেন। এরপর জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশের তৃতীয় পেসার রুবেল হোসেন। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১০ ও ইয়াসির শাহ ৫ রান করে রুবেলের শিকার হন।
হারিস সোহেল ৭৫ ও শাহিন শাহ আফ্রিদি ৩ রান করেন। বাংলাদেশের জায়েদ ৩টি, রুবেল ৩টি করে, এবাদত-তাইজুল ১টি করে উইকেট নেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Array





