বাংলানিউজসিএ ডেস্ক :: অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ইতিহাসের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাবে বলছে, সেপ্টেম্বর থেকে তাতে এখন পর্যন্ত ১০০ কোটির বেশি প্রাণি মারা গেছে। জীবন হারিয়েছে ২৭ জন মানুষও। পাশাপাশি ১৬শ’র বেশি বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এখনো দাবানল নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। দেশটির মাইলের পর মাইল গ্রাস করছে আগুন। দাবানল নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া। দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
পরিপ্রেক্ষিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক অজি ক্রিকেটাররা। কঠিন প্রাকৃতিক বিপর্যয়ে তহবিল গড়তে এগিয়ে এলেন তারা। আগামী মাসে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সফল অধিনায়ক রিকি পন্টিং, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্করা।
ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে তাদের নিয়ে ম্যাচটি আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতে দুই দলের অধিনায়ক হিসেবে থাকবেন শেন ওয়ার্ন ও রিকি পন্টিং। আগামী ৮ ফেব্রুয়ারি গড়াবে দুই মহারথীর নেতৃত্বাধীন টিমের লড়াই।দাতব্য ম্যাচটিতে খেলবেন জাস্টিন ল্যাঙ্গার,ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েলের মতো তারকারাও। না খেললেও এর সঙ্গে যুক্ত থাকবেন স্টিভ ওয়াহ ও মেল জোন্সের মতো কিংবদন্তিরা।
যদিও এখনো ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি। আগামী ৩১ জানুয়ারি তা চূড়ান্ত হবে। ওই দিন তিনটি ম্যাচ হবে অস্ট্রেলিয়ায়। কমনওয়েলথ ব্যাংক নারী ত্রিদেশীয় সিরিজে মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ ফাইনালও হবে এদিন।তিন ম্যাচ থেকে অর্জিত অর্থ অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট ডিজাস্টার রিলিফ অ্যান্ড রিকোভারি ফান্ডে জমা হবে। এমন উদ্যোগ নিতে পেরে উচ্ছ্বসিত সিএ প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি বলেন, বুশফায়ার ক্রিকেট ব্যাশ নিশ্চিত করতে পেরে আমি খুশি। দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এটা অস্ট্রেলীয় বোর্ডের অন্যতম প্রচেষ্টা।
সর্বনাশা আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অজি ক্রিকেটারদের উদ্যোগ অব্যাহত আছে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টে প্রতি উইকেটের জন্য ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করে টিম পেইন বাহিনীর বোলাররা। জনপ্রিয় ঘরোয়া লিগ বিগ ব্যাশে প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্যও অর্থ দান করছে ক্রিকেটাররা।
নিজের প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলেছেন লিজেন্ড লেগস্পিনার ওয়ার্ন। সেটি বিক্রি করে প্রাপ্ত ৬ কোটি টাকা পুরোটাই ত্রাণের জন্য দান করেছেন তিনি। আরেক কিংবদন্তি জেফ টমসন দাবানলে দেশের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাদা সোয়েটার নিলামে তোলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৩ জানুয়ারি ২০২০ /এমএম





