Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: গত দুই তিন মৌসুম ধরেই অপ্রতিরোধ্য লিভারপুল। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত। সেই লিভারপুলের জালে অ্যাস্টন ভিলার ৫ গোল দেখে যে কারো চোখ আকাশে উঠতে পারে। কিন্তু সত্যিই সেই দুঃসাধ্য কাজটি করেছে অ্যাস্টন ভিলা। আর তা সম্ভব হয়েছে লিভারপুলের পুঁচকে দল বলেই! যে দলের খেলোয়াড়দের গড় বয়স ছিলো ১৯ বছর ১৮২ দিন!

ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে মূল লিভারপুল দল এখন কাতারে। তাই লিগ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে দ্বিতীয় সারির দল মাঠে নামায় লিভারপুল। যাদের গড় বয়স সাড়ে ১৯ বছর ১৮২ দিন। যা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী দল। তাদের তত্ত্বাবধানে ছিলেন নেইল ক্রিচলে।

তরুণ দলটি নিয়ে অ্যাস্টন ভিলার মাঠে প্রথম ১০ মিনিট ভালোই খেলেছিল লিভারপুল। এরপরই পথ হারায় তারা। প্রথমার্ধেই হজম করে বসে চার-চারটি গোল। বিরতির পর অবশ্য ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল হতে দেয়নি লিভারপুলের এই দলটি। ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম গোলের দেখা পায় অ্যাস্টন ভিলা।

আজ রাত ১১টা ৩০ মিনিটে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব সি.এফ মন্টেরির মুখোমুখি হবে সালাহ-মানেরা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array