Menu


বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে।বিয়ের পরদিনই তারা উড়াল দেন জেনেভায়। সেখানে হানিমুন ছাড়াও মিথিলা নিজের পিএইচডি ডিগ্রির আবেদনও করেছেন বলে জানা গেছে।

এদিকে জেনেভা থেকে নিজেদের হানিমুনের ছবি শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা।’হানিমুনার্স’ নাম দিয়ে সৃজিতের সঙ্গে ছবি শেয়ার করেন মিথিলা।

প্রসঙ্গত গত ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাড়িতে তাদের বিয়ে হয়। বিয়েতে লাল রঙের ঢাকাই জামদানি শাড়িতে সেজে, গলায় এবং কানে মানানসই গয়না পরে সৃজিতের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারেন মিথিলা

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array