Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। মানুষের জীবনে প্রযুক্তির অগ্রগতির ভূমিকা অপরিসীম। দেশে কিংবা বিদেশের খেলাধুলা, শিক্ষা, তথ্য, বিনোদন ইত্যাদিতে ইন্টারনেটের কোনো জুড়ি নেই।দুটি সরকারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে থাকাকালীন দেখেছি, পড়ালেখার চেয়ে ভার্চুয়াল জগতে ছাত্রছাত্রীরা মূল্যবান সময় অপচয় করছে। কখনও ফেসবুক, কখনও হোয়াটস অ্যাপ ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ঢু মারছে।

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে পত্রপত্রিকায় শিরোনামও হচ্ছে কেউ কেউ। কারও আসক্তি এতটাই প্রবল যে, এসব করতে করতে শেষ পর্যন্ত সে হয়তো না ফেরার দেশেই চলে যায়।ঘুম-নিদ্রা কমে যাওয়া, আসক্তির ওপর ভর করে উদ্ভট চিন্তাভাবনা ও মানসিক অস্থিরতায় ভুগছে এ যুগের শিক্ষার্থীরা। ইন্টারনেট আসক্তি থেকে রেহাই পেতে প্রতিটি বিদ্যাপীঠে সপ্তাহে একদিন আলোচনা সভা করা যেতে পারে। এভাবে হয়তো ভার্চুয়ালের অবক্ষয় থেকে অনেক শিক্ষার্থীকে রক্ষা করা সম্ভব।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array