Menu

উত্তরায় সড়ক অবরোধ, তীব্র যানজট

বাংলানিউজ সিএ ডেস্ক :: রাজধানী ঢাকার দক্ষিণখানে এক শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা উত্তরার মূল সড়ক অবরোধ করে রেখেছে।

বুধবার রাজলক্ষ্মী মোড়ের কাছে ইউলুপে ওই অবরোধের কারণে দুই দিকে আটকা পড়ে শত শত যানবাহন। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা জানান, রিফাত নামে সাত বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তারা সড়ক অবরোধ করে রেখেছেন।

অবরোধকারীদের দাবি, তিন দিন আগে ছেলেটি বন্ধুদের সঙ্গে একটি নির্মাণাধীন বাড়িতে খেলতে যায়। বাড়িওয়ালার আঘাতে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা তার বাড়ির পানির ট্যাংকে ফেলে দেয় মরদেহ।

এ ঘটনায় প্রথমে মামলা না নেয়ায় বিক্ষোভ করা হয়। বর্তমানে আসামি গ্রেফতার না হওয়ায় তারা সড়ক অবরোধ করেছেন বলে জানান বিক্ষুব্ধ জনতা।

উত্তরা মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে দক্ষিণ খান এলাকার একটি বাড়ির পানির ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এর জের ধরে উত্তেজিত এলাকাবাসী সকালে সড়কে নেমে ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, এরপর শিশুটির পরিবার মৃত্যুর জন্য ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

শিশুটির মা ওই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। তাই গার্মেন্ট শ্রমিক আর এলাকাবাসী মিলে সড়ক অবরোধ করেছে।

বাংলানিউজসিএ/ইএন/২৭ ফেব্রুয়ারি ২০১৯ইং