Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সবাই খুব আগ্রহী। সবাই চায়, প্রত্যেক শিক্ষার্থী যেন সঠিক শিক্ষা পায়; অথচ পড়াশুনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশের দিকে কেউই সঠিকভাবে নজর দিচ্ছেন না।এ অবস্থায় দেশের প্রাথমিক, মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পড়ালেখার সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ভাবার সময় এসেছে।

দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা খুবই সমস্যার সম্মুখীন হয়; এর ফলে ক্লাস কিংবা পড়ায় মনোনিবেশ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।এছাড়া এ সমস্যার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অসহনীয় এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেটের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে কর্তৃপক্ষের কাজ করা উচিত।

বিষয়টি নিয়ে অভিভাবকদেরও প্রশ্ন তুলতে হবে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন রুল জারি করা উচিত। এভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করতে তা যেমন সহায়ক হবে; তেমনি বিভিন্ন রোগব্যাধি থেকেও তারা মুক্ত থাকবে ইনশাআল্লাহ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ নভেম্বর ২০১৯ /এমএম


Array