বাংলানিউজসিএ ডেস্ক :: শিশুর হাসি আমাদের মনে আনন্দের জোয়ার এনে দেয়, তাদের মুখের দিকে তাকিয়ে আমরা স্বপ্ন দেখি আকাশের চেয়ে বিশাল, সমুদ্রের চেয়েও গভীর- সুন্দর সংসার, সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর। শিশুরা সমাজের রঙিন ঘুড়ি।মানুষের জন্য সে হবে ‘রাহবার’, চারিত্রিক গুণাবলির মাধ্যমে সে সত্যের আলো ছড়াবে মানুষের হৃদয়ে; অন্ধকার সমাজে প্রজ্বলিত করবে মুক্তির আলো, পথভোলা মানুষকে দেখাবে মুক্তির পথ, হতাশায় ডুবন্ত জাতিকে তুলে আনবে আশার আলোকিত ঠিকানায়। শিশুরা পবিত্র, নিষ্পাপ। অনেকে শিশুদের ফেরেশতার সঙ্গে তুলনা করে থাকেন।
অনেক গুণী শিশুদের নিয়ে অনেক উক্তি করেছেন, যা লাভ করেছে অমরত্ব। যেমন- শিশুদের মন স্বর্গীয় ফুলের মতোই সুন্দর; শিশুরা কাদামাটির মতো নরম, এদের যে পাত্রে রাখা হবে, তারা তেমন রূপই ধারণ করবে ইত্যাদি। অথচ শিশুদের একটি অংশ অবহেলা-অনাদরে এগিয়ে চলেছে অনিশ্চিত গন্তব্যে।
সব শিশুর স্বাভাবিক ও সুন্দর শৈশবের নিশ্চয়তা জন্মগত অধিকার কাগজ-কলমে থাকলেও বাস্তবতা খুবই করুণ। অধিকার বঞ্চিত শিশুরা শুধু কষ্টকর দৈহিক শ্রমেই যুক্ত নয়; একই সঙ্গে অনেকেই সমাজবিরোধী চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। আসুন, সুন্দর শৈশব নিশ্চিত করার মধ্য দিয়ে শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রয়াসে যুক্ত হই সবাই।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ নভেম্বর ২০১৯ /এমএম