Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) রংপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলি-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এর আগে রংপুর সফরের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।

দলীয় সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে রাজশাহীতে অবতরণ করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি শাহ মাখদুম (রাহ : ) এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৫টায় তিনি রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিবেন। তারপর নওগাঁ নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার নির্বাচনি জনসভায় যোগদান করবেন। এরপর নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তিনি।

৩০ জানুয়ারি শুক্রবার বিকেল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগদিবেন তিনি। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নাজ গার্ডেনে তিনি রাত্রিযাপন করবেন। ৩১ জানুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের নির্বাচনি জনসভা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজনা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় যোগ দেবেন। পরে তিনি রাত্রী ৮টায় গুলশানস্থ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।

এদিকে, তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে। তারেক রহমান রংপুর আসছেন এমন খবর প্রচার হওয়ার পরপরই নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এ বিষয়ে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনি আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে আয়োজন করা হচ্ছে। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দলীয় নেতাকর্মীসহ রংপুরের মানুষ উৎগ্রীব হয়ে আছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য।

প্রবাস বাংলা ভয়েস /কানাডা/২৯ জানুয়ারি ২০২৬/এএ


Array