Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮৭ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ১০৮ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৪৭ জন।বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় সবাইকে সচেতন হওয়ার এবং বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array